নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে সিপিআইএম, তৃণমূল ও কংগ্রেস। সোমবার, ১৪৪ জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
বিজেপির তালিকায় উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব পেয়েছে মহিলা প্রার্থীর নাম। ৫০টি ওয়ার্ডের বেশি জায়গায় পদ্ম শিবিরের মুখ মহিলারা। একই সঙ্গে তরুণ মুখ রয়েছে ৪৮টি।

এছাড়াও, ৩ জন চিকিৎসক ও ৫ জন আইনজীবীকে প্রার্থী করা হয়েছে। মহিলাদের মূলত প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানায় বিজেপি। তালিকায় আছেন ৪ জন শিক্ষক-অধ্যাপক।

বিজেপির প্রার্থী (BJP Candidates) তালিকায় (KMC Election 2021 | BJP Candidate List) স্থান করে নিয়েছেন ৪৮ জন নতুন মুখ।

কলকাতা পুরসভার নির্ঘন্ট ঘোষণার প্রায় ৫ দিন পর ১৪৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। দফায় দফায় বৈঠক শেষে রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের সম্মতিতে চূড়ান্ত হয় প্রার্থীদের নাম।
