নদিয়া: বিগত ছয় মাস ধরে প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষীদের ওপর ক্রমাগত আক্রমণ চলছে। আজ কৃষ্ণনগর সম্প্রীতি মেলায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথায় জানালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। তিনি আরও জানান, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া গরিব অসহায় বাঙালিদের ওপর এই অত্যাচার চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। শুধু তাই নয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙ্গালীদের ভয় দেখানো তাদের মারধর করা এমনকি পিটিয়ে মেরে ফেলার ঘটনাও ঘটছে।
এর আগে আমরা দেখেছি উড়িষ্যা, হরিয়ানা, দিল্লি মহারাষ্ট্র, প্রভৃতি রাজ্যে বাঙ্গালীদের উপর আক্রমণ ও মৃত্যুর প্রতিবাদ এর আগেও আমরা জানিয়েছি। আর এই সমস্ত ঘটনাগুলো করাচ্ছে বিজেপি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের বাংলাদেশী বা রোহিঙ্গার তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপরেই শুরু হচ্ছে তাদের ওপর অত্যাচার। বিজেপি বাঙালিকে অপমান করছে বাংলা ভাষাকে অপমান করছে।
সম্প্রীতি বিহারে মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিকের ওপর যেভাবে অত্যাচার হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমরা এর বিরুদ্ধে যা যা করণীয় তা আমরা করছি। মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিকের ওপর যা ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন কোন প্ররোচনায় পা না দিতে। শুধু তাই না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আগে জানিয়েছেন।
