নদিয়া: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেছে বিজেপির রাজনৈতিক রণকৌশল। গোটা রাজ্যের পাশাপাশি এদিন নদিয়ার শান্তিপুর বিধানসভার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল বিজেপি। সোমবার শান্তিপুর কাশ্যপ পাড়া সংলগ্ন একটি স্কুলে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোটা শান্তিপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজের এবং হওয়া না হওয়া প্রকল্পের দুর্নীতি তুলে চার্জশিট প্রকাশ করল বিজেপি নেতা রুন্দ্রনীল ঘোষ। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কর্মী সমর্থক। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুধু চার্জশিট প্রকাশ নয় রাজ্য সরকারের একাধিক দুর্নীতি তুলে ধরলেন রুন্দ্রলিন ঘোষ।
