নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মাঝরাতে বিভ্রাট পদ্মা সেতুতে। কলকাতা থেকে ঢাকা গামী একটি বাসকে আটকানো হল পদ্মা সেতুতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার গভীর রাতে পদ্মা সেতুর নাওডোবা টোল প্লাজার সামনে আটকানো হয় কলকাতা থেকে যাওয়া একটি বাসকে। “প্রথম আলোর” প্রতিবেদন অনুযায়ী, ওই বাসের যাত্রী ছিলেন ভোলার চারফ্যাশন এলাকার বাসিন্দা জসিমউদ্দিন। মূলত প্রত্নবস্তু পাচারের অভিযোগে টোলপ্লাজায় আটক করা হল তাকে। তাঁর কাছ থেকে প্রাচীন মূর্তি-সহ বেশ কিছু প্রত্নবস্তু বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, কলকাতা থেকে প্রাচীন ওই সমস্ত জিনিসপত্র নিয়ে ঢাকায় যাচ্ছিলেন জসিমউদ্দিন। তাঁর কাছে ওই সময় ছিল প্রায় একশো বছরের পুরনো বহুমূল্যের সিংহ মূর্তি। সেই সঙ্গে আরও বহু প্রত্নবস্তু। যদিও ওই সকল জিনিসপত্রের কোনও বৈধ কাগজ সে দেখাতে পারেনি। সেই কারণেই তাঁকে আটক করে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দুই প্রান্তে।