Durga Puja 2021: এবছরও পুজো মণ্ডপে ঢোকার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট, বহাল থাকবে কঠোর বিধিনিষেধ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মহালয়ার আর মাত্র পাঁচ দিন বাকি। কলকাতা-সহ রাজ্যের সর্বত্র পুজোর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে বৃহস্পতিবার একটি নতুন নির্দেশিকায় তে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে গতবছরের মতো এ বারও দর্শকদের মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে।

করোনার সংক্রমণে পুজো মণ্ডপগুলিতে যাতে কোনও ভাবেই স্বাস্থ্যবিধি অমান্য না করা হয়, সেই দাবিতেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, গত বারের মতো এবারও মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন না। রাজ্যও আদালতের সেই নির্দেশকে শিরোধার্য করেছে।

গত বছর করোনা (Coronavirus) পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আয়োজন নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন চলে। শেষমেশ দর্শকশূন্য মণ্ডপে পুজোর অনুমতি দেয় উচ্চ আদালত। এ নিয়ে নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দেওয়া হয়। সেই গাইডলাইন মেনে কলকাতা ও রাজ্যের অন্যান্য প্রান্তে দুর্গাপুজোর আয়োজন করা হয়।পুরোপুরি কোভিডবিধি মেনে পুজো করার জন্য ক্লাব ও উদ্যোক্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়। তবে এ বছরও এই সংক্রান্ত মামলা দায়ের হওয়ার পর তাই উচ্চ আদালত রাজ্যের পরিকল্পনা জানতে চায়। সেইমতো শুক্রবার হলফনামা দিয়ে রাজ্য সরকার জানায় যে আদালতের বেঁধে দেওয়া গত বছরের গাইডলাইনই এবারও মেনে চলবে। তাতে সন্তোষপ্রকাশ করে ডিভিশন বেঞ্চ জানায়, এবারও তাহলে সেভাবেই পুজো হোক। 

হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বড় ক্লাবগুলির পুজোর ক্ষেত্রে ২৫ জন ক্লাব সদস্যের তালিকা তৈরি হয়েছে। যাঁরা একমাত্র পুজোর আয়োজনের জন্য মণ্ডপে ঢুকতে পারবেন। নির্দিষ্ট শারীরিক দূরত্ববিধি মেনে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে তবেই মণ্ডপে প্রবেশ করা যাবে। আর ছোট ক্লাবের ক্ষেত্রে মণ্ডপে প্রবেশের জন্য ১৫ জনকে ছাড় দেওয়া হবে। প্রতিটি ক্লাবকেই এই তালিকা তৈরি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শকরা নির্দিষ্ট দূরত্ব থেকে মণ্ডপ দর্শন করতে পারবেন। তবে একেবারেই ভিতরে প্রবেশ নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *