নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: উচ্চ প্রাথমিকে নিয়োগে বাধা। উচ্চ প্রথমিক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের প্রায় ১৪,৫০০ টি শূন্য পদের জন্য ইন্টারভিউর তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। নিয়ম মেনে তালিকা প্রকাশ করা হয়নি বলে মামলা দায়ের করা হয়েছে আদালতে।
এদিন আদলতের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৯ জুলাই।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক। সব মিলিয়ে প্রায় ৩২,০০০ শূন্যপদে নিয়োগর পরিকল্পনা রয়েছে সরকারের। সঙ্গে তিনি জানান, যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন। এজন্য লবি করার দরকার নেই।