নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ ছুড়ে নারদ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । গত শুক্রবার নারদ মামলায় ধৃত চার হেভিওয়েটকে জেল হেফাজত ছেড়ে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । এবার সেই নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের । পাশাপাশি, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের কাছে নারদ-মামলার আজকের শুনানি স্থগিত রাখারও আবেদন জানিয়েছে সিবিআই।
এদিকে আজ কলকাতা হাইকোর্টে চার হেভিওয়েটের জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে শুনানি হওয়ার কথা । আজ বেলা ১১ টায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি । এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য গত সোমবার সকালে নিজের বাড়ি থেকে ফিরহাদ হাকিম,মদন মিত্র,শোভন চট্টোপাধ্যায়,সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই । সেইদিনই কলকাতা হাইকোর্ট তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় । সোমবার রাতেই তাদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে । সেখানে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় । ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে ।
এর আগে শুক্রবার, চার হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়কের জামিন নিয়ে মতান্তর হয় দুই বিচারপতির। ধৃতদের জামিনের পক্ষে ছিলেন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, জামিনের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। ধৃতদের জামিন মঞ্জুরে দুই বিচারপতির মতভেদ থাকায় , হাইকোর্ট ধৃতদের গৃহবন্দি থাকার নির্দেশ দেয় ।