ধৃত চারজনকে ভার্চুয়ালি কোর্টে পেশ করতে চলেছে সিবিআই..

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে নারদকাণ্ডে ধৃত চারজনকে আলাদা আলাদা ভাবে কোর্টে পেশ করতে চলেছে সিবিআই । নারদা মামলায় কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু ।অনলাইনে পেশ করা হবে চার্জশিট । তৃণমূলের নেতাদের হয়ে এ দিন আদালতে সওয়াল করছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

ব্যাংকশাল আদালতে নারদ মামলার শুনানি । তবে আলাদা আলাদা ভাবে সশরীরে যাবেন সিবিআই আধিকারিক ও আইনজীবীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *