নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণার পাশাপাশি দীপাবলি পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথাও সোমবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাতির উদ্দেশে ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালাবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা দেশবাসীকে দেওয়া হবে রেশন ।
উল্লেখ্য,জাতির উদ্দেশে আজ বিকেল পাঁচটায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে মোদী নিজেই সেকথা জানাতে শোরগোল শুরু হয়ে যায়। দেশে এমনতিকেই করোনা সংক্রমণের নিম্নগতি দেখা যাচ্ছে, এই আবহে মোদী কি ভ্যাকসিন নিয়ে কোনও ঘোষণা করবেন, তাই নিয়ে চর্চা শুরু হয়ে যায়। বিকেল ৫টা বাজতেই দেশবাসী ফের একবার বসে পড়েন টেলভিশনের সামনে। এদিন আধঘণ্টার ভাসনে বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।