Covid-19:দেশের দৈনিক করোনার সংক্রমণ কমলো ৪২ হাজারের নীচে,একদিনে সর্বোচ্চ টিকাকরণ হয়েছে গত ২৪ ঘন্টায়

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: কড়া বিধিনিষেধের সাথে টিকাকরণের ফলে করোনার(corona) দ্বিতীয় ঢেউয়ে দেশে সবচেয়ে কমলো দৈনিক করোনার সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমে দাঁড়ালো ৪২ হাজারে। একইসাথে করোনার টিকার ক্ষেত্রেও নতুন রেকর্ড হল দেশে। একদিনেই দেশে টিকা পেলেন ৮৬ লক্ষের বেশি মানুষ।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৬৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১ জন। একইসাথে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। এই পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮১ হাজার ৮৮৯ জন। ইতিমধ্যেই ভারতে ২৮ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ২০১ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে রেকর্ড ৮৬.১৬ লক্ষ মানুষ টিকা পেয়েছেন গতকাল। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষের বেশি মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *