নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এবার আরব সাগরের তীরে। কিছুদিন আগেই জানা যায় আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘তওকতে’। বিগত কিছুদিন ধরেই শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত না হলেও আরব সাগরের তীরে অবস্থিত পাঁচ রাজ্যে নিম্নচাপ অক্ষরেখার বিস্তার ঘটিয়েছে ‘তওকতে’।যার জেরে গতকাল রাত থেকেই কেরলের দুটি জেলায় প্রবল বর্ষন শুরু হয়েছে। ইতিমধ্যেই কেরলের উপকূলবর্তী চেলান্নামে বন্যা দেখা দিয়েছে। সমুদ্রের জল ওই এলাকার একাধিক গ্রামে প্রবেশ করে ঘর-বাড়ি ডুবিয়ে দিয়েছে।
Kerala | Rain lashes Kottayam as 'heavy to very heavy rainfall predicted at a few places with extremely heavy falls at isolated places' in the state: India Meteorological Department pic.twitter.com/Mqmq5gal4u
— ANI (@ANI) May 14, 2021
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এই ঘূণির্ঝড়ের হাওয়ার দাপটের থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। যার জেরে কেরলের একাধিক জেলায় ও গুজরাতের উপকূলবর্তী এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় থাকা বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আপৎকালীন তৎপরতা বিভাগের প্রচুর দল তৈরি রয়েছে। আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এই ‘তওকতে’। এর অভিমুখ রয়েছে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে।
Depression over Lakshadweep area near latitude 11.0°N and longitude 72.5°E, about 30 km south-southwest of Amini Divi, To intensify into a Cyclonic Storm in next 24 https://t.co/83HTlHnJJU move move north-northwestwards and reach near Gujarat coast by 18th May morning. pic.twitter.com/qGO44bktRi
— India Meteorological Department (@Indiametdept) May 14, 2021
কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বই, গোয়া, এবং গুজরাটে ভাল প্রভাব পড়বে। গুজরাটে এই ঘুর্ণি ঝড় মঙ্গলবার ১৮ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকী ঘুর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বইবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।মহারাষ্ট্র উপকূল বরাবর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ মে মাসের ১৫ তারিখ থেকে তাঁরা যেন সমুদ্রে না যান৷ আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে৷ রত্নগিরি, সিন্ধদুর্গ, আহমেদনগর, কোলাপুর, পুণে, সাতারা, সাঙ্গলি, শোলাপুর, বিড, নানদিদ, লাতুর, ওসমানাবাদের বিভিন্ন জায়হায় বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বইবে৷ ইতিমধ্যেই হাওয়ার গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার, এছাড়া ১৫ তারিখ তা বেড়ে হবে ৬০ কিলোমিটার আর ১৬ তারিখ সেটা ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে বইবে৷
পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলিকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।