নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রেশন কার্ডের গুরুত্ব যে কতখানি ,তা এই লকডাউনে হারে হারে টের পাচ্ছে সাধারণ মানুষ। সেই রেশন কার্ড নিয়েই এবার বড়সড় ঘোষণা করলো সরকার। এবার থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশন নেওয়ার দিন শেষ। নয়া প্রযুক্তি অনুযায়ী এবার রেশন তোলার জন্য শুরু হলো ATM ব্যবস্থা। যেখানে ঠিক এটিএম কাউন্টার থেকে টাকা তোলার মতোই মাত্র ৫ মিনিটে নিজেদের অধিকারের রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন উপভোক্তারা।

শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সম্প্রতি ভারতের হরিয়ানার ফারুখনগর ও গুরগাঁ-এ পাইলট প্রজেক্ট হিসাবে এই নয়া প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে উপভোক্তারা মাত্র ৫ মিনিটে ৭ থেকে ৭০ কেজি পর্যন্ত রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

আঙুলের ছাপ দিয়েই সাধারণ মানুষ এটিএম থেকে রেশন তুলতে পারবেন। এটিএম মেশিনের টাচস্ক্রিনের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কিংবা রেশন কার্ডের নম্বর দিলেই চাল ও গম বেরিয়ে আসবে।

জানা যাচ্ছে, এই ব্যবস্থা আগামী দিনে দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। রেশন সংগ্রহ করার সময় সেখানে চালডাল সহ অন্যান্য সামগ্রীর তালিকা দেখা যাবে। উপভোক্তারা তাদের পছন্দমতো চাল অথবা ডাল বেছে নিতে পারবেন। এরপর নিজেদের রেশন কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সেই খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।