নদিয়া: ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। নদিয়ার তাহেরপুর ময়দানে পরিবর্তন যাত্রায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সফরে রাজ্য পুলিশের তরফ থেকে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা সোমবার মাঠ পরিদর্শন এলেন।মাঠ পরিদর্শন এসে মূল মঞ্চ সহ দর্শকাসনের সমস্ত দিকটাই তিনি খতিয়ে দেখেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা থেকে শুরু করে সাধারণ মানুষের যেন কোনো রকম অসুবিধা না হয় তা ক্ষতিয়ে দেখলেন। এদিন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ স সহ উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে প্রথম পরিবর্তনযাত্রায় ঝড় তুলবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার তাহেরপুরের পরিবর্তন যাত্রার মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে বিজেপির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নদিয়া সফরের বিষয় রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার জানান, নদিয়ার পূর্ণভূমি থেকেই গোটা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের বিসর্জন যাত্রা শুরু হবে। ইতিমধ্যেই মন্ত্র বাধা থাকে শুরু করে দর্শকাসনের শেড তৈরি হতে চলেছে। রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব দফাই দফায় সভাস্তল পরিদর্শনে আসছেন। আগামী কুড়ি ডিসেম্বর মাঠে তিল ধারনের জায়গা থাকবে না বলে জানান সাংসদ জগন্নাথ সরকার।
যদিও প্রধানমন্ত্রী আসার ৯ দিন আগেই নদীয়ার কৃষ্ণনগরে জনসভা করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার মুখ্যমন্ত্রীর জনসভার রেকর্ড সংখ্যক লোক ছাপিয়ে যেতে পারে কিনা প্রধানমন্ত্রী সভায় এটাই এখন দেখার।
