নদিয়া: বাড়ি থেকে একদিন নিখোঁজ থাকার পর আম বাগানের ভেতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্যের দানা। খুন,, নাকি আত্মহত্যা,, ঘটনার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ। সাতসকালে নদিয়ার শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা যায় মৃত যুবকের নাম গোপাল ঘোষ, বাড়ি শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা পাড়ায়। পরিবারের দাবি, গতকাল রাত থেকে গোপাল ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁচি করলেও মেলেনি তার সন্ধান। সোমবার সকালে পার্শ্ববর্তী একটি আমবাগানের গাছের ডালে গোপালের ঝুলন্ত দেহ দেখতে পাই স্থানীয়রা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ, দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, বাড়িতে ছিলো না কোনো অশান্তি, কিন্তু হঠাৎ নিখোঁজ হয়ে যায় গোপাল ঘোষ। সকালে তাদের কাছে খবর আসে এই মর্মান্তিক ঘটনা। তবে আকস্মিক মৃত্যুর ঘটনায় ধোঁয়াশায় রয়েছে পরিবার, নিছক খুন, নাকি নিজে থেকেই আত্মহত্যা সেটাও বুঝে উঠতে পারছে না পরিবার। সোমবার মৃতদেহ ময়না তন্ত্রের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে, তবে যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয় বলে জানানো হয়েছে পুলিশের তরফে। স্বাভাবিকভাবেই আমবাগানের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারে ঘটনায় যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে রহস্যের দানা।
