রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।চলতি সপ্তাহেই চালু হবে এই প্রকল্প

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ভোটপ্রচারে মুখ্যমন্ত্রীর বড় একটা প্রতিশ্রুতি ছিল এটি । ভোটে জিতে গেলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে তার সরকার । যেমন কথা তেমন কাজ । ক্ষমতায় এসে সেই কাজই শুরু করলেন তিনি । আগামী শুক্রবার থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে “দুয়ারে রেশন” প্রকল্প । মঙ্গলবার খাদ্যভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে,শুক্রবার থেকে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ । আপাতত প্রতিটি জেলার একটি রেশন দোকান থেকে চালানো হবে এই প্রকল্প ।

এদিন খাদ্যভবনে রেশন ডিলারদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি । ছিলেন খাদ্যসচিব পারভেজ সিদ্দিকী । রাজ্যের মোট ২২ টি জেলার ২২ টি দোকানকে বেছে নিয়েছে খাদ্য দফতর । শহরাঞ্চলে আরও ৬ টি দোকানকে বেছে নেওয়া হয়েছে । এই প্রকল্প চালানোর জন্য প্রতি কুইন্টালে ২০০ টাকা করে দেবে রেশন ডিলারদের কমিশন দিতে হবে । প্যাকেজিং বাবদও আলাদা খরচ দেবে রাজ্য । করোনা অতিমারিতে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে পারলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ,এমনটাই মনে করছে রাজ্য সরকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *