কলকাতা:প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা পৌঁছল রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে।৷ এ দিনই পশ্চিমবঙ্গের প্রায় ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যের পাঠানো তথ্য অনুসারেই টাকা পাঠানো হয়েছে। ট্যুইট করে জানাল রাজ্য স্বরাষ্ট্র দফতর। একইসঙ্গে ট্যুইটারে স্বরাষ্ট্র দফতর লিখেছে, “রাজ্য সরকার কৃষকদের জন্য লড়াই চালিয়ে যাবে।”
Due to demand and actions of CM and GOWB, 7lakh farmers of West Bengal got their due entitlement, the first instalment of Kisan Samman Nidhi today by direct transfer as per data submitted by State. State will fight for its farmers.(1/2)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) May 14, 2021
কিষান সন্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজকেই পশ্চিমবঙ্গের কৃষকরা প্রথমবার এই প্রকল্পের টাকা পাচ্ছেন৷ রাজ্য সরকার যত বেশি নাম আমাদের কাছে পাঠাবেন, বাংলার তত বেশি সংখ্যক কৃষক এই সুবিধে পাবেন৷ দেশের কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ও কৃষিকাজে সহায়তার লক্ষ্যেই বছরে তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি চার মাস অন্তর দুই হাজার টাকা দেশের ৯.৫ কোটি কৃষককে দেওয়া হয়।” এই অনুষ্ঠানেই রাজ্যকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, পশ্চিমবঙ্গ সরকার দেরিতে সম্মতি দেওয়ার কারণেই রাজ্যের কৃষকরা এতদিন কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য থেকে বঞ্চিত হচ্ছিলেন৷এই দফায় প্রধানমন্ত্রী মোট ১৯ হাজার কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন । এখনও অবধি মোট ১.১৫ লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছেন দেশের কৃষকরা।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা এল। যদিও পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়নি। এপ্রসঙ্গে স্বরাষ্ট্র দফতর ট্যুইটারে লিখেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গকে আমন্ত্রণ জানানো হয়নি।