নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: টানাপোড়েন শেষে জেল হেফাজত থেকে রেহাই পেলেন নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট। আপাতত তাঁদের থাকতে হবে গৃহবন্দি। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত তাদের থাকতে হবে গৃহবন্দি । নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েটের শরীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট ।শুক্রবার সকালে আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই শুনানি হয়। জামিন নিয়ে দুই বিচারপতির মতভেদ তৈরি হয় । অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেও রাজেশ বিন্দল সেই সিদ্ধান্তে অমত জানান ।
উল্লেখ্য,যেহেতু দুই বিচারপতির মধ্যে জামিন নিয়ে মতভেদ তৈরি হয়েছে,সেহেতু গঠন করতে হবে পরবর্তী ডিভিশন বেঞ্চ ।সেখানে পাঠানো হবে এই মামলা । ততদিন এই চারজনকে থাকতে হবে গৃহবন্দি,সেই সঙ্গে তদন্তে সব রকমের সাহায্য করতে হবে এই চার হেভিওয়েটকে,এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।
তবে গৃহবন্দি রাখার এই প্রস্তাবে অমত অভিযুক্তদের আইনজীবী । একই ভাবে অমত সিবিআইএর পক্ষে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা ।