নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে টোকিয় অলিম্পিকে হকিতে জিতল ভারতীয় মহিলা দল। প্রথম তিন ম্যাচ হেরে চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জয়ের মুখ দেখলো ভারত। খেলার শুরুতে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও ৫৭ মিনিটের মাথায় নভনীত কৌরের গোলে আয়ারল্যান্ডকে পরাজিত করে ভারত।
Women's Hockey:
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
India still in the hunt for QF spot; To take on South Africa tomorrow in their final Group match.
India at 5th spot currently with one win & 3 losses. Top 4 will qualify for Final.
Tomorrow: Ned Vs Ger | GB Vs Ire #Tokyo2020withIndia_AllSports #Tokyo2020 pic.twitter.com/AZ4YV8nNw8
পুল’এর প্রথম তিন ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয় ভারত। এই জয়ের মাধ্যমে পুল’এ-র পাঁচ নম্বর স্থানেই থেকে যায় ভারত। তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা এখনও খোলা আছে ভারতীয় মহিলা হকি দলের কাছে। ভারত যদি শেষ চারে থাকতে পারে তবেই ভারত কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে। সেক্ষেত্রে ভারত যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় ,তাহলে স্বপ্ন অধরাই হয়ে থেকে যাবে রানী রামপালদের।