বাংলা সাহিত্য ও সাংবাদিক জগতে ফের ইন্দ্রপতন,প্রয়াত সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনা ভাইরাসের উপদ্রবে প্রাণ হারিয়েছেন অনেকেই । দুদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় । ফের ইন্দ্রপতন ঘটল বাংলা সাহিত্য ও সাংবাদিক জগতে । সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক তথা সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় । তাঁর বয়স হয়েছিল ৫৪। রাত তিনটে নাগাদ ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সাহিত্যিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যিক মহল।

সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন শীর্ষবাবু। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধও লিখেছেন তিনি। তাঁর উপন্যাসগুলোর মধ্যে অন্যতম ‘শার্দূল সুন্দরী’। তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪ টি ।

পরিবার সূত্রে, দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভুগছিলেন শীর্ষ। সোমবার রাতে সম্পূর্ণ সুস্থই ছিলেন। রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমোতে যান তিনি। রাত ১টা পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন সোশাল মিডিয়ায়। রাত আড়াইটে নাগাদ সব শেষ।ঘুমের মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। ভোরে তাঁর স্ত্রী গিয়ে তিনি আর নেই ।সকলকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে ।

তাঁর প্রয়াণে কলকাতা প্রেস ক্লাব থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় লেখা হয়েছে, ‘১৮ মে ২০২১, প্রেস ক্লাব,কলকাতা গভীর দুঃখের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় এর আকস্মিক ও অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করছে। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। সোম- মঙ্গলবারের (১৭-১৮ মে, ২০২১) গভীর রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *