নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে প্রতিদিন সকাল বেলায় অন্ধকার দেখছে বাংলার মানুষ। একনাগাড়ে বৃষ্টিতে নাজেহাল রাজ্য বাসী। জলের তলায় রাজ্যের একাধিক জেলা।
এরই মধ্যে বুধবার সকালে আবহাওয়া দফতর জানাল, মঙ্গলবার যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি এখন গভীর নিম্নচাপ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝামাঝি অবস্থান করছে। ফলে বুধবার সারা দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
এদিন ভোর থেকে লোকগেট বন্ধ থাকার কারনে জল জমে গিয়েছে একাধিক জায়গায়। বিকেলে আবার লকগেট বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭২ মিলিমিটার।