টানা দুই মাস পর দেশে সবথেকে কম দৈনিক সংক্রমণ,আক্রান্তের সংখ্যা এক লক্ষের একটু বেশি

নদীয়া নিউজ ১৪ ডিজিটাল: গত ২ মাসে এই প্রথম দৈনিক করোনা সংক্রমণ সবচেয়ে কম দেশে। ভারতে দৈনিক কোভিড সংক্রমণ নেমে এল ১ লক্ষের কাছাকাছি ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন ৷ মৃত্যু হয়েছে ২৪২৭ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৭৪,৩৯৯ জন ৷

করোনার দ্বিতীয় ঢেউ প্রায় শেষের পথে। আগামী মাসের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা বিশেষজ্ঞদের। তবে তার আগে ভারতের কোভিড গ্রাফের এই নিম্নমুখীনতা আশাই জাগাচ্ছে। ইতিমধ্যে দেশের ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জনের টিকাকরণ হয়ে গিয়েছে। টিকাকরণের কাজও চলছে জোরদার। সোমবার থেকেই দিল্লির এইমসে ছোটদের শরীরে কোভ্যাক্সিনের (Covaxin) ট্রায়াল শুরু হচ্ছে। ফলে শিশুরাও এবার থেকে এই টিকাকরণের আওতায় আসতে চলেছে। 

এদিকে দেশে করোনা সংক্রমণে এখন এক নম্বরে রয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪২১ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৭২। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২,৫৫৭। কর্ণাটক রয়েছে দেশে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্ত ১২,২০৯। আর অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮,৯৭৬। 

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের কমলেও মৃত্যু শতাধিক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ হাজারের সামান্য বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১০৭ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সংক্রমণ নামল ১০ শতাংশের নীচে। তবে সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *