নদিয়া: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগ্যে রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে গ্রাম থেকে শহরে ২০ হাজার কি,মি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সেই প্রকল্পের অধীনে নবদ্বীপ পৌরসভার তত্বাবধানে বৃহস্পতিবার নবদ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিমাই নগরের ভগ্নদশা রাস্তাটি নতুন করে নির্মাণ করার জন্য আনুমানিক বাইশ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ কাজের শুভ সুচনা করলেন স্থানীয় সমাজসেবী দীপক কুমার নাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরশবার পৌরসভা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এবিষয়ে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা বলেন স্থানীয় মানুষের চলাচলের মাধ্যম। হলো এই রাস্তা, তাই মাননীয়া মুখ্যমন্ত্রী সরা রাজ্যজুড়ে এই পথশ্রী প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা নিয়েছেন এবং এদিন থেকে আগামী এক মাসের মধ্যে এই সব রাস্তা তৈরির কাজ সমাপ্ত করার অর্ডার দিয়েছেন, সেই সঙ্গে তিনি বলেন এই রাস্তার কাজ এলাকার মানুষের জন্য এবং স্থানীয় মানুষ তাদের কাজ নিজেরাই বুঝে নেবেন।
