করোনা অতিমারিতে বন্ধ তারাপিঠের মাতৃরথ, রীতি মেনে হবে পুজো

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সামনেই রথযাত্রা। জুলাই মাসের ২১ তারিখে রথযাত্রা হলেও করোনা অতিমারিতে এবছর বন্ধ থাকবে তারাপিঠের মাতৃ- রথ। রথযাত্রা ও উল্টোরথে এবার তারা রথ পরিক্রমা করবে না,এমনটাই সিদ্ধান্ত নিল তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। শুধুমাত্র রীতি মেনে করা হবে পুজো।

দেশের অন্যান্য জায়গার মতো তারাপিঠের মাতৃমূর্তিরও রথযাত্রা বের করা হয়। দূর দুরান্তের প্রচুর লোকের সমাগম হয় তারাপিঠ মন্দিরে। কারণ সেইদিন তারাপিঠের মা কে রথে চাপিয়ে তারাপীঠ ঘোরানো হয়। এবারের রথযাত্রা বন্ধের প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন , করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সংক্রমণ একটু কমলেও তা যেন আবার বেড়ে না যায় ,তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।”

মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছেন ,”রথযাত্রা বন্ধ থাকলেও রীতি মেনে হবে রথের পুজো। গত বছরও এই একই কারণের জন্যই বন্ধ ছিল তারাপিঠের মাতৃ-রথ। সব দিক বিচার করে এবছরও রথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *