নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আট নয় বরং ২০২২ সালের আইপিএল-এ (IPL 2022) অংশ নেবে ১০টি দল। আইপিএল-এর (IPL) মঞ্চে দুটি নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করল এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি (RPSG) গ্রুপ ও বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital)। নবম দল হিসেবে ক্রোড়পতি লিগ খেলার জন্য আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। সেখানে দ্বিতীয় দল হিসেবে প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করবে।
Ahmedabad and Lucknow to be the two new teams at Indian Premier League (IPL). CVC Capital Partners gets Ahmedabad while RPSG Group gets Lucknow. pic.twitter.com/0zmQS7nQEb
— ANI (@ANI) October 25, 2021
সম্প্রতি BCCI ঘোষণা করেছিল আগামী বছর থেকে IPL-এ দুটি নতুন টিম যোগ হবে। অর্থাৎ ৮ দলের IPL হবে ১০ দলের। বোর্ডের তরফে জানানো হয়, আইপিএলের (IPL) নতুন দলের জন্য দরপত্র জমা দিতে প্রথমে বোর্ডের কাছ থেকে ১০ লক্ষ টাকা খরচ করে ‘ইনভিটেশন টু টেন্ডার’ অর্থাৎ দরপত্র জমা দেওয়ার আমন্ত্রণপত্র কিনতে হবে। আইপিএলের দল কেনার জন্য বোর্ড ন্যূনতম ২০০০ কোটি টাকা মূল্য নির্ধারণ করে দেয়। সেই সঙ্গে শর্ত রাখা হয়েছে, যে সংস্থাগুলি আইপিএলে দল কিনতে আগ্রহী তাঁদের ন্যূনতম সম্পত্তির মূল্য হতে হবে ৩ হাজার কোটি। সেই সংস্থার কর্ণধারের সম্পত্তির মূল্য হতে হবে আড়াই হাজার কোটি।
মোট ৬টি শহরকে বাছা হয় নতুন দুই দলের জন্য। তালিকায় ছিল আহমেদাবাদ, লখনউ, গুয়াহাটি, কটক, ইন্দৌর ও ধর্মশালা। এর মধ্যে আহমেদাবাদ, লখনউ এগিয়ে রয়েছে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার।