নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনাকালে বাতিল হয়েছে একের পর এক পরীক্ষা। সিবিএসই, আইএএস সহ বাতিল হয়েছে রাজ্য বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও। কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বাড়িতে বসে ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দিয়েছে। অতিমারিতে দীর্ঘ দের বছর ধরে বাড়িতেই পড়ুয়ারা। কী হবে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ, তা নিয়ে চিন্তিত শিক্ষা সরকার।
এরই মাঝে ,১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করতে হবে নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। একইসঙ্গে ইউজিসি জানিয়েছে, সব বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশিকা জারি ইউজিসি-র।
UGC Guidelines on Examinations and Academic Calendar in view of the COVID-19 Pandemic – July, 2021->https://t.co/zLqFndjO9k@dpradhanbjp @EduMinOfIndia @PIBHRD @ANI @DDNewslive pic.twitter.com/CArPzn7RaB
— UGC INDIA (@ugc_india) July 16, 2021
নির্দেশিকায় জানানো হয়েছে, যদি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হয়, তাহলে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি আগামী ১৮ অক্টোবরের মধ্যে ক্লাস শুরু করার সুযোগ পাবে। তবে কোন মাধ্যমে ক্লাস হবে, তা ইউজিসির নির্দেশিকায় নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। অনলাইন, অফলাইন নাকি দু’ভাবেই ক্লাস হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপরই ছেড়ে দিয়েছে ইউজিসি।
UGC-র তরফে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বলা হয়েছে, ৩১ আগস্টের মধ্যে ফাইনাল ইয়ার বা সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে। করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া ৩১ অক্টোবরের মধ্যে অ্যাডমিশন বাতিল করলে, কোনও ক্যানসেলেশন ফি নেওয়া যাবে না।