নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: নারদ মামলায় আজকের মত শুনানি শেষ । পরবর্তী শুনানি হবে আগামীকাল দুপুর দুটোয় প্রধান বিচারপতির বেঞ্চে । আজই হচ্ছে না নারদ মামলায় ধৃত চারজনের জামিন,আজও থাকতে হবে প্রেসিডেন্সি জেলের হেফাজতে । তবে শুধুমাত্র ফিরহাদ হাকিমকেই থাকতে হবে প্রেসিডেন্সি জেল হেফাজতে । বাকি তিন জন অর্থাৎ মদন মিত্র ,শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ হয়ে ভর্তি এসএসকেএম হাসপাতালে । যদি আজকে সুস্থ হয়ে ওঠেন তবে চলে যেতে হবে প্রেসিডেন্সি জেল হেফাজতে । কালকের দুপুরে ভাগ্য নির্ধারণ হবে ধৃত চারজনের ।
প্রসঙ্গত,আজকে জোড়া শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে । আজ হাইকোর্টে সিবিআইএর হয়ে সওয়াল জবাব করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা,অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর । ধৃত অভিযুক্তদের হয়ে কোর্টে সওয়াল করেছেন কংগ্রেস সাংসদ আইনজীবী অভিষেক মনু সিংভি ও সিদ্ধার্থ লুথরা । বিকেল সাড়ে চারটা নাগাদ শেষ হয় কোর্টের সওয়াল জবাব ।
প্রায় আড়াই ঘণ্টা ধরে এসব সওয়াল-জবাবের পর বিচারপতিরা জানান, আজকের মতো শুনানি শেষ। আবার বৃহস্পতিবার শুনানি। ফলে কার্যত এদিন ৪ নেতার জামিন সংক্রান্ত সওয়াল-জবাবের সুযোগ মেলেনি। ফলে স্থগিতাদেশ জারি রইল বুধবারও। আজকের দিনও বাড়ি ফিরতে পারলেন না ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্য়ায়, শোভন চট্টোপাধ্যায়রা।