নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাজ্যে সুফল মিলছে করোনা মোকাবিলায় করা বিধিনিষেধের। দৈনিক সংক্রমণ কমেছে ২ হাজারে নীচে। স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৮৭৯ জন। একদিনে রাজ্যে করোনায় মারা গেছেন ৪২ জন। একইসাথে বেড়েছে সুস্থতার হার।
বিগত দিনের মতো গত ২৪ ঘন্টায় রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ২৯৫ জন সংক্রমিত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। উল্লেখযোগ্য ভাবে এর পরের স্থানেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা ও হুগলি।
এদিকে আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এগিয়ে উত্তর ২৪ পরগনা। মৃতদের মধ্যে ১০ জন উত্তর ২৪ পরগনার। নদীয়াতে করোনার বলি হয়েছেন ৮ জন। রাজ্যে সবমিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯০ জন।গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৭.৩০ শতাংশ।