নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০১ জন। আগের দিন যা ছিল ৭৫০-এর বেশি। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৮,৭২০। এদিকে দৈনিক সংক্রমন কমলেও বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি ১৩ জন। রাজ্যের বর্তমান সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ।
এদিনও আগের মতোই সংক্রমণে এগিয়ে উত্তর ২৪ পরগনা। রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯৩ জন উত্তর ২৪ পরগনার। দ্বিতীয় স্থানে ফের দার্জিলিং। একদিনে দার্জিলিংয়ে সংক্রমিত হয়েছেন ৬৪ জন। তৃতীয় স্থানে থাকা কলকাতাতে একদিনে ৬০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানেই রয়েছে নদিয়া। নদিয়ায় একদিনে সংক্রমিত ৪৯ জন।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া। একদিনে দুই জেলাতেই করোনার বলি সেখানকার ৩ জন করে। এনিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,১৪৯ জন। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ৮২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯৯,৫৯৭।