নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: শেষমেষ হাসি ফুটল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মুখে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও সকলকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন উচ্চ মাধ্যমিকেও পাশের হার ১০০ শতাংশ।
এদিনের সাংবাদিক বৈঠকে মহুয়া দাস জানান, “রাজ্য সরকারের পরামর্শে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও বলেন, “এবছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলিকে ছাত্র অসন্তোষ চোখে পড়ে। তবে এর দায় নিতে চাননি সংসদ সভাপতি মহুয়া দাস।
মহুয়াদেবী বলেন, গত বছর রাজ্যের সংসদের সমস্ত স্কুলগুলিকে বলা হয়েছিল একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল সংসদকে জানিয়ে দিতে। কিছু কিছু স্কুল তা জানায়নি। এবছর আবার ১৮ থেকে ২৮ জুন স্কুল গুলিকে বলা হয়েছিল ফলাফল জানানোর জন্য। আশ্চর্যজনক ভাবে এবারও অনেক স্কুল একাদশের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পাঠায়নি। এমনকি কিছু স্কুলের পাঠানো তথ্যও অসম্পূর্ণ ছিল,যার জেরে ৯৭ শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করানো গেছে। এক্ষেত্রে সংসদ সভাপতি সাফ জানিয়ে দেন স্কুল গুলির ভুলেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।”
এতেই থেমে থাকেননি তিনি,আরও বলেন,”সকল ছাত্র ছাত্রীদের নূন্যতম নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ,কিছু কিছু স্কুল পরীক্ষার্থীদের শূন্যও দিয়েছে,যা এই পরিস্থিতির অপর একটি কারণ।