আকাশছোঁয়া দাম পেট্রোলের, ডিজেল পার করলো ৯০ এর গন্ডি

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দিন যত এগোচ্ছে ততই সেঞ্চুরির পথে এগোচ্ছে পেট্রোলের দাম । ডিজেলও পর করেছে ৯০ এর গন্ডি । একদিন পর আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়লো লিটারপ্রতি ২৮ পয়সা । একইসাথে বেড়েছে ডিজেলের দামও । কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৯ পয়সা । দাম বাড়ার ফলে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ৯৬ টাকা ৩৪ পয়সা । অন্যদিকে দাম বেড়ে ডিজেল হয়েছে লিটারপ্রতি ৯০ টাকা ১২ পয়সা ।

তবে লকডাউনের আগেই মুম্বাই সহ দেশের অন্যান্য ৬টি রাজ্যে আগেই ১০০-র গন্ডি পর করেছে পেট্রোলের দাম । ভোপালে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৪ টাকা ৫৯ পয়সা । মুম্বাইতে পেট্রোলের দাম ১০২ টাকা ৫৮ পয়সা । দিল্লিতে ৯৬ টাকা ০৪ পয়সা ।

একইসাথে ডিজেলের দাম বেড়ে দিল্লিতে দাম হয়েছে লিটারপ্রতি ৮৭ টাকা ২৮ পয়সা । ভোপালে ৯৫ টাকা ৯১ পয়সা । মুম্বাইতে ৯৪ টাকা ৭০ পয়সা ।

আকাশছোঁয়া পেট্রোল ডিজেলের দাম । রাষ্ট্রায়ত তেল সংস্থা গুলি একদিন অন্তর বাড়িয়ে যাচ্ছে তেলের দাম । করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।

এই বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন,”জ্বালানির দাম বৃদ্ধির মূল কারণ করোনার টিকা । একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *