রাজ্যে বাজ পড়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: পশ্চিমবঙ্গে একই দিনে বাজ পড়ে প্রাণ গিয়েছে ২৭ জনের। মৃতদের মধ্যে বেশিরভাগই মাঠে চাষের কাজ করছিলেন। রাজ্যে বাজ পড়ে মৃত্যুর ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার প্রেক্ষিতে বাংলাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

সোমবার রাতেই বাংলায় ট্যুইট করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানান প্রধানমন্ত্রী । তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

সোমবার ট্যুইট  করে প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, বজ্রাঘাতে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে আহতরা ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর মতোই নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহ। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতের জেরে জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো সেই পরিবারবর্গে প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।’

এদিন হুগলিতে মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে হরিপালে, সিঙ্গুর, পোলবা, তারকেশ্বর ও গোঘাটে মারা যান ৬ জন। এদিকে রঘুনাথগঞ্জ থানার নওদা গ্রামেই মারা যান ৬ জন। আহত ৮জন। তাছাড়া মুর্শিদাবাদে ৯ জন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় দুজন, নদিয়ায় একজন ও রাজ্যের অন্যান্য জায়গায় মৃত্যু হয়েছে ৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *