নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: প্রকাশিত হল ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হওয়ায় বিকল্প পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ণ করা হয়েছিল। সেই নিরিখে এদিন ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে কোনও মেধা তালিকা প্রকাশিত হয়নি। আজ দুপুর তিনটের সময় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন সংসদ সভাপতি মহুয়া দাস। তিনি বলেন,’এবারেও কোনও মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। খুবই অল্প সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এবার পাশের হার ৯৭.৬৯ শতাংশ।’ এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এককভাবে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের এক তরুণী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯।
এদিন বিকেল ৪ টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারছেন পরীক্ষার্থীরা। মোট ৯টি ওয়েবসাইটে জানান হচ্ছে ফল। তবে পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন শুক্রবার থেকে। ৫২টি ক্যাম্প থেকে মার্কশিট বিতরণ করা হবে এবার।
এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ১৮ হাজার ২০২। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৬৯ শতাংশ। সব জেলার পাশের হার ৯০ শতাংশের বেশি। কলা বিভাগ ৯৭.৩৯ শতাংশ পাশ করেছেন। বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৯৯.৭৭ শতাশ।
এদিন সংসদ সভাপতি মহুয়া দাস বলেন,’রেজাল্টের নম্বর নিয়ে পড়ুয়ারা অসন্তুষ্ট হলে তা রিভিউ করা যাবে। আগামী ২৬ তারিখের মধ্যে নিয়ম মেনে সেই আবেদনপত্র সংসদের অফিসে জমা দিতে হবে। সেই আবেদনপত্র জমা করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে একাদশ শ্রেণির উত্তরপত্র।’
বিকেল ৪টেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। ওয়েবসাইট, এসএমএস, অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। একাধিক ওয়েবসাইটে দেখা যাবে ফল। সেগুলি হল-
wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresults.com
উল্লেখ্য,উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ও দ্বাদশের প্রজেক্ট (২০ নম্বর) ও প্র্যাক্টিকাল (৩০ নম্বর)-এর গড় হিসাব করে দ্বাদশ শ্রেণির রেজাল্ট তৈরি হবে।