নদীয়া: দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন । মূলত সে কথা মাথায় রেখে এবার নদীয়ার শান্তিপুরে তৈরি করা হলো সেভ হোম।উদ্বোধন করলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র।
উল্লেখ্য গোটা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলা তে প্রতিদিন করোনা সংক্রমনের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই তেহটটো করিমপুর চাপরা কৃষ্ণনগর রানাঘাট সহ একাধিক জায়গায় সেফহোম এবং আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে।
এবার নদীয়ার শান্তিপুর পৌর স্টেডিয়ামে সেভ হোম চালু করা হলো।প্রাথমিকভাবে ২৫ টি বেড নিয়ে চালু করা হয়েছে এই সেভ হোম। ২৪ ঘন্টা স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসক থাকবেন এই সেফ হোমে। থাকবে অক্সিজেনের ব্যবস্থাও।
শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র জানান, পরে প্রয়োজনে আরো পাঁচটি বেড বাড়ানো হবে। তিনি বলেন যারা করোনা আক্রান্ত হলেও সুস্থ থাকবেন কিন্তু তাদের নিজের বাড়িতে সেভ থাকার কোন জায়গা নেই মূলত তাদেরকেই এই সেফ হোমে রাখা হবে।এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন।