পুজোর পরেই খোলা যেতে পারে রাজ্যের স্কুলগুলি,সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দীর্ঘদিন পর স্কুল খোলার ব্যাপারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর ছুটির পর একদিন অন্তর অন্তর খোলা যেতে পারে স্কুল! আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বললেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই সময়কার করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

উল্লেখ্য গত বছর করোনার শুরু থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ। মাঝে একবার করোনার সংক্রমন স্বাভাবিক হলে খোলা হয়েছিল স্কুলগুলি। তাও খুব দীর্ঘস্থায়ী হয়নি। করোনার দ্বিতীয় স্টেজের ফলে আবার বন্ধ হয়ে করে দেওয়া স্কুল কলেজগুলিকে। সেই থেকেই প্রত্যেকের মনে প্রশ্ন ওঠে,কবে খুলবে স্কুল? কবে ফের স্কুল মুখো হবে পড়ুয়ারা?

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে শীঘ্রই। এই আশঙ্কার মধ্যেই আজ নবান্নে তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রূপরেখা তৈরি করতে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবিলায় রাজ্যের তৈরি গ্লোবল টিম ইতিমধ্যেই ৬৫টি বৈঠক করে ফেলেছে। আজ ছিল ৬৬তম বৈঠক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *