SBI Alert: আগামীকাল ২ ঘন্টার জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাংকের পরিষেবা, করতে পারবেন না লেনদেন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর। আগামীকাল অর্থাৎ বুধবার ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে। মঙ্গলবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ট্যুইট করে জানানো হয়, সিস্টেম মেইন্টেনেন্সের কারণে ১৫ সেপ্টেম্বর ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ রাখা হবে ৷ এই পরিষেবার মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং Yono, Yono Lite ও UPI পরিষেবা সামিল রয়েছে ৷’

ট্যুইটে এসবিআই জানিয়েছে, পরিষেবা ১৫ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে ২টো পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে ৷

এই সময় কোনও প্ল্যাটফর্মে ট্রানজাকশন-সহ অন্যান্য অ্যাক্টিভিটি না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এর আগে ৪ সেপ্টেম্বর মেইন্টেনেন্সের কাজের জন্য স্টেট ব্যাঙ্কের Yono পরিষেবার প্রায় ৩ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল ৷ 

স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা প্রায় ৮ কোটির বেশি গ্রাহকরা ব্যবহার করে থাকেন ৷ মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা প্রায় ২ কোটি গ্রাহক ব্যবহার করেন ৷

Yono-তে রেজিস্টার্ড গ্রাহকদের সংখ্যা ৩.৪৫ কোটি যার মধ্যে ৯০ লক্ষ গ্রাহক প্রায় প্রতিদিন লগইন করে থাকেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *