নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: পশ্চিমবঙ্গে একুশের নির্বাচনের প্রধান স্লোগান ছিল ‘খেলা হবে’। এবার সেই ‘খেলা হবে’ স্লোগানকেই হাতিয়ার বানিয়ে ২০২২ এর উত্তরপ্রদেশ বিধানসভা লড়তে চায় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বাংলার নির্বাচনে প্রত্যেক দেওয়াল লিখন সহ প্রত্যেকটি ব্যানারে ছিল ‘খেলা হবে’ স্লোগান। বাংলার আদলে উত্তরপ্রদেশে রাস্তার ধারে দেখা গেল ভোজপুরী ভাষায় লেখা ‘খেলা হই'(Khela Hoi)।
বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর ,স্লোগানটি লিখেছেন সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন বিধায়ক আব্দুল সামাদ আনসারী। এমনকি রাজ্যের সমস্ত সমাজবাদী পার্টির নেতাদের এই স্লোগান ব্যাবহারের আর্জি জানিয়েছেন তিনি।
২০২২ এর বিধানসভা নির্বাচনে বিজেপির যোগী আদিত্যনাথকে জোরালো টক্কর দিতে তৈরি অখিলেশের দল। অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ফল করতে পারেনি বিজেপি। যার প্রভাব পড়তে পারে ২২-এর নির্বাচনে,এমনটাই মনে করছেন রাজনৈতিক মহকের একাংশ।
আব্দুল হানসারি মনে করেন,’যেভাবে এই স্লোগান কে কাজে লাগিয়ে বাংলায় তৃনমুল ক্ষমতায় এসেছে,ঠিক সেভাবেই এই স্লোগানের দ্বারা উত্তরপ্রদেশে ২২-এর বিধানসভাতে বাজিমাত করবে সমাজবাদী পার্টি।