নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে জল্পনা সত্যি করেই বদলে গেল ফেসবুকের নাম। গতকালই নতুন নাম পেল ফেসবুক। সংস্থার নতুন নাম হল ‘মেটা’ (Meta)। তার সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে লোগোও। তবে সংস্থার নাম বদলালেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। বৃহস্পতিবার একটি লাইভ স্ট্রিমিংয়ে এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন মার্ক জুকারবার্গ। তিনি বলেন, মেটাভার্সে গোপনীয়তা এবং নিরাপত্তা তৈরি করা দরকার।
সংস্থা মেটা নামটি বেছে নেওয়া সেই সম্পর্কে জুকেরবার্গ লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’
https://www.facebook.com/4/posts/10114026953010521/
বিশেষজ্ঞদের ধারণা, ফেসবুক (Facebook) মেটাভার্সের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হবে অনেক বেশি উপভোগ্য। গেমিং বা আলোচনা থেকে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা অন্য মাত্রায় পৌঁছবে।এমনকি মেটাভার্সই ইন্টারনেটের ভবিষ্যৎ।
বর্তমানে বিশ্বে ২.৯ বিলিয়ন মাসিক গ্রাহক রয়েছে ফেসবুকের। তবে নাম বদলের পরে ফেসবুকের চারিত্রিক কোনও পরিবর্তন হবে কিনা তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি সংস্থার তরফে।
নাম বদলের পাশাপাশি একাফিক কর্মসংস্থানের সুযোগও খুলছে মার্ক জুকারবার্গের সংস্থা। জানা গিয়েছে, প্রায় ১০ হাজার নতুন লোক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে এই সংস্থা।
জুকারবার্গ জানিয়েছেন, তিনি আগামী দশকে এই মেটাভার্সে কয়েক বিলিয়ন মানুষকে আশা করছেন। ফেসবুকের এই নাম পরিবর্তন সহ এই পদক্ষেপে নেটিজেনরা মনে করছেন, বড়সড় কোনও প্ল্যানিং রয়েছে। কী ভাবে গোটা ব্যাপারটির বদল হয়, তাঁর সাক্ষী থাকতে তৈরি নেট নাগরিকেরা।