নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আবারও এক ধাপ লকডাউনের পথে হাটলো রাজ্য । আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউনের সময়সীমা । শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবায় মিলবে ছাড় । শনিবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।
আগামীকাল থেকে কী কী নির্দেশ বহাল থাকবে,নিন্মে বিস্তারিত জানানো হল…
■ আগামী ১৫ দিনের জন্য সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
■ সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে ।
■ জিম, রেস্টুরেন্ট, শপিং মল, সুইমিং পুল, বিউটি পার্লার বন্ধ থাকবে।
■ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান।
■ ওষুধের দোকান ও চশমার দোকান সাধারণ নিয়মে খোলা থাকবে।
■ মুদিখানার দোকান, দুধের দোকান, সবজি বাজার, মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।
■ পার্ক, চিড়িয়াখান বন্ধ থাকবে।
■ রাজ্যের মধ্যে ট্রেন, মেট্রো, বাস পরিষেবা বন্ধ থাকবে । বন্ধ থাকবে ট্রাক চলাচল ।
■ সমস্ত রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষাগত জমায়েত নিষিদ্ধ।
■ চা-বাগানে প্রতি সিফটে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।
■ জুট মিলে প্রতি সিফটে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।
■ এটিএম ও ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকেও দুপুর পর্যন্ত
■ বিয়েবাড়িতে উপস্থিত থাকতে পারবে ৫০ জন
■ রাত ৯ টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত চালু থাকবে নাইট কার্ফু ।