Night Curfew: ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য রাত্রিকালীন বিধিনিষেধে কিছুটা ছাড় দিল রাজ্য

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাত্রিকালীন বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করলো রাজ্য। শনিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, ২১ নভেম্বর অর্থাৎ রবিবার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকার কারণে রাতের বিধি নিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। যেখানে প্রতিদিন রাত ১১ টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় বেরোনোর ক্ষেত্রে যে বিধি নিষেধ ছিল,রবিবার তা বলবৎ হবে রাত ১টা থেকে। অর্থাৎ এদিন রাত ১ টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত নৈশবিধি বলবৎ থাকবে ইডেনে ম্যাচের জন্য।

উল্লেখ্য, করোনা ও একটানা লকডাউনের পর আজ রবিবার ক্রিকেটের নন্দনকাননে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ভারত এবং নিউ জিল্যান্ডের ম্যাচ নিয়ে উত্তেজনায় ভাসছে বাঙালি। কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসনও সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে। কোভিড বিধির জেরে রাতের যে নৈশ কড়াকড়ি, এদিন সেক্ষেত্রেও আনা হয়েছে শিথিলতা।

দু’ বছর আগে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট আয়োজিত হয়েছিল ইডেন গার্ডেন্সে। এরপর ২০২০-র মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা সম্ভব হয়নি। বাতিল হয়ে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ।

টানা ২ বছর পর আবার রবিবারে কলকাতায় আবার আন্তর্জাতিক ম্যাচ। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ কলকাতায়। ম্যাচের দু’ দিন আগে থেকেই ইডেনের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করে রেখেছে কলকাতা পুলিশ।মাঠের ভিতরের নিরাপত্তার জন্য ইডেন গার্ডেন্সকে চারটি পৃথক সেক্টরে ভাগ করেছে কলকাতা পুলিশ। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে রয়েছেন একজন করে ডিসি পদাধিকারী। ক্লাব হাউস ও মাঠের বাউন্ডারির ভিতরের অংশের দায়িত্বেও একজন করে ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকছেন।

এমনকি ম্যাচ উপলক্ষ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, দিনের ১২০টি পাশাপাশি ২টি অতিরিক্ত মেট্রো চলবে রবিবার। রাত সাড়ে ১০টা নাগাদ এই দুই মেট্রো চলবে। শুধু তাই নয়, বিশেষ মেট্রোর জন্য স্মার্ট কার্ড কাউন্টার খোলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *