নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: লকডাউনের মেয়াদ বাড়লো রাজ্যে । আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে বহাল থাকবে লকডাউন । বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
উল্লেখ্য ,এর আগে রাজ্যে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । এবার আবার ১৫ দিন লকডাউন বাড়ানোর পথে হাটল রাজ্য । মুখ্যমন্ত্রী এদিন বলেন ,’আগের নিয়মেই লকডাউন চলবে । বাড়ি থেকে বেরোতে নিষেধাজ্ঞা ।’
লকডাউনের ফলে কমছে আক্রান্তের সংখ্যা। তাই এই হাতিয়ারকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় রাজ্য । বৃহস্পতিবার তাই কড়া বিধিনিষেধের সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে মমতা বলেন,”আপনাদের সকলকে ধন্যবাদ । বাধা নিষেধ জারি করায় কোভিড কমেছে। রাজ্যের মানুষ সহযোগিতা করে নিজেরাই নিজেদের রক্ষা করেছে।’