জল্পনা কাটিয়ে ভারত থেকে মরু দেশেই সরছে টি-২০ বিশ্বকাপ,জানালেন বিসিসিআই সচিব জয় শাহ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: জল্পনা কাটিয়ে ভারতে নয় মরু শহরেই হচ্ছে টি-২০ বিশ্বকাপ। করোনা অতিমারির কারনে টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। সোমবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ।এদিন জয় শাহ জানান,’ টি ২০ বিশ্বকাপ  ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ কথা আমরা আইসিসি-কে জানাচ্ছি। টি ২০ বিশ্বকাপের সময়সূচী নিয়ে সিদ্ধান্ত নেমে আইসিসি।’

করোনা ভাইরাসের প্রভাবে ভারতে এবারের টি-২০ বিশ্বকাপ করানো সম্ভব ।এর আভাস আগেই মিলেছিল। হলও তাই। বিশ্বকাপ সরানো হবে মরু দেশে। শুধু টি-২০ বিশ্বকাপ নয় ,এর আগে আইপিএলের মতো বড়ো টুর্নামেন্টও আরব আমিরশাহীতে করা হয়েছিল। জানা গেছে ২০২১ এর আইপিএলের বাকি থাকা ম্যাচগুলি শেষ হবার পর সংযুক্ত আরব আমিরশাহীতে টি-২০ বিশ্বকাপ শুরু হবে।

গত মে মাসে টুর্নামেন্টের মাঝপথে করোনাভাইরাসজনিত কারণে আইপিএল স্থগিত করে দিতে হয়েছিল। এ জন্য যে লোকসান হয়েছে, সে কথা মাথায় রেখে টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *