নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: শীত আমেজি মানুষদের জন্য দুঃসংবাদ। শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও আবার দেখা গিয়েছে দু এক পশলা বৃষ্টিও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই নিম্নচাপের প্রভাবে বঙ্গে নামবে বৃষ্টি। ১৩ নভেম্বর অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ এবং ১৪ নভেম্বর অর্থাৎ শনি ও রবি, এই দুদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ধাক্কায় দক্ষিনবঙ্গে দেখা দিচ্ছে বৃষ্টি। এরই সঙ্গে পুবালি হাওয়ার জেরে বাতাসে জলীয় বাষ্প এবং আপেক্ষিক আদ্রতার পরিমান ৯১ শতাংশ। যার জেরে বেড়েছে তাপমাত্রা।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৮ ডিগ্রি, যা স্বাভাবিকে তুলনায় ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। ১৬ নভেম্বর থেকেই কমবে রাতের তাপমাত্রা। ফিরবে শীতের আমেজ।