নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: এ যেন শীতের বিরতি! বছরের শেষে ঠান্ডা যেন পড়েও পড়লো না! শীতপ্রেমিক মানুষরা ঠিকমতো জাকিয়ে শীতই উপভোগ করতে পারলো না।
হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারনে আজ থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গড় তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

তবে তাপমাত্রা বাড়লেও দক্ষিনবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারের থেকে শুক্রবার ০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে৷ শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিনের আগে ও পরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়বে।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে৷ ধীরে ধীরে বাড়বে তাপনাত্রা৷
তবে বড়দিন এবং নববর্ষে গত কয়েকদিনের মতো জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকছে না৷ তবে শীতের আমেজ থাকবে রাতে ও সকালের দিকে।