নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ক্রমেই আশঙ্কা বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। ঠিক কবে, শরীরের কোথায় আঘাত হানবে করোনার তৃতীয় ঢেউ ,তা সকলেরই অজানা। এই পরিস্থিতিতে ICMR-এর একটি গবেষণায় জানা গিয়েছে এখনও দেরি রয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে। কোভিড ওয়ার্কিং কমিটির গ্রুপের চেয়ারম্যান ডঃ এনকে অরোরা জানান, এখনও প্রায় ছয় থেকে আট মাস সময় রয়েছে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসার।
ডঃ অরোরা আরও জানান,” সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন দেবার জন্য এখনও আমাদের হাতে ছয় থেকে আট মাস সময় রয়েছে। শিশুদের জন্যও ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে গেছে। আগামী দিনে প্রত্যেকদিন এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে রয়েছি আমরা।”
রবিবার প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে করোনার টিকা নেওয়াতে উৎসাহ জুগিয়েছেন। উদাহরণ স্বরূপ নিজের মায়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি। এদিনের মন কি বাত থেকে প্রধানমন্ত্রী সকলকে বিজ্ঞানের উপর ভরসা রাখতে অনুরোধ করেছেন। টিকা নেওয়ার ব্যাপারে তিনি বলেছেন,কেউ কোনো প্রকার গুজবে কান দেবেন না। সকলে টিকা দিন।