দেশজুড়ে ৩ কোটিতে পৌছালো মোট করোনা আক্রান্তের সংখ্যা,একইসাথে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরোলো ৩ কোটিতে। গতকালের তুলনায় খানিকটা বাড়লো করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন।তবে মঙ্গলবার ওই সংখ্যাটা ছিল ৪২ হাজার ৬৪০ জন। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে পড়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৫৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৮১ হাজার ৮৩৯। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪। গত ৮২ দিনে যা দেশে সর্বনিম্ন।

ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ১ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এখনও পর্যন্ত মোট ২৮ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *