
বীরভূম: এবছরও বিপুল পরিমান স্বর্ণলঙ্কারে সাজানো হয়েছে বোলপুর তৃণমূল কার্যালয়ের কেষ্ট কালীকে । তবে স্বর্ণা লঙ্কারের পরিমান ঠিক কত তা নিয়ে মুখ খুলতে চায়নি কেউ । প্রসঙ্গত অনুব্রত মন্ডলের জেল যাত্রার আগে ৫৭০ ভরি সোনার গহনায় সাজানো হয়েছিল এই কেষ্ট কালীকে।
এবারেও সোনায় মুড়ে দেওয়া হলো কেষ্ট কালী কে। প্রায় দুই হাজার প্রসাদ পাত্র বিতরণ করা হবে। মিনুতে রয়েছে ২০০০ লোকের রান্না হচ্ছে ।মেনুতে রয়েছে খিচুড়ি, পাঁঠার মাংস,৫ রকম ভাজা, চাটনি ও পায়েস। সমস্ত লোকেদের মাটির পাত্রে বিতরণ করা হবে এই ভোগ। উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল নিজে।