নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: শেষ পাঁচ মাসে সর্বনিম্ন দেশের করোনা সংক্রমন। একধাক্কায় সংক্রমন নামলো ২৯ হাজারের নীচে। করোনার তৃতীয় ঢেউ আটকাতে সর্বস্তরে চলছে প্রস্তুতি। এরই মাঝে স্বস্তির খবর দিলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। শেষ বার ১৭ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছিল।সংক্রমেনর পাশাপাশি কমছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে কোভিডে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের।
India reports 28,204 new cases, the lowest in 147 days. Active caseload currently at 3,88,508 and recovery rate at 97.45% pic.twitter.com/LeJ61dMn9D
— ANI (@ANI) August 10, 2021
এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫০৮টি। দেশে সুস্থতার হার রয়েছে ৯৭.৪৫ শতাংশ। যা কিনা সুস্থতার হারের নিরিখে সর্বোচ্চ। করোনার জেরে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৬২৮ জনের।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এত দ্রুত হারে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে যাওয়াকে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ICMR-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ লক্ষ ১১ হাজার ৩১৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা মোট ৪৮ কোটি ৩২ লক্ষ ৭৮ হাজার ৫৪৫।
মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ৫২ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৭১০টি টিকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।