নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনার তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় ভারত। এই পরিস্থিতিতে প্রতিনিয়তই ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। দুইদিন আগেই যেখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের নীচে নেমে এসেছিল , তা আবার বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজারের উর্দ্ধে। পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্ত ৩৫ হাজারের বেশি। উদ্বেগের বিষয় হল, দৈনিক আক্রান্তের বেশিরভাগই কেরলের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮।
India reports 36,401 new #COVID19 cases and 39,157 recoveries in the last 24 hrs, as per Health Ministry
— ANI (@ANI) August 19, 2021
Total recoveries: 3,15,25,080
Active cases: 3,64,129 (lowest in 149 days) pic.twitter.com/C3dWPTXPov
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন। এর মধ্যে মহারাষ্ট্র (১৫৮) এবং কেরলে (১৭৯) দৈনিক মৃত্যু হচ্ছে সবথেকে বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ১৫৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ। সংক্রমণ কম হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন। ভারতে করোনা পরীক্ষার মোট সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। অতিমারির শুরু থেকে এখন অবধি দেশে করোনা পরীক্ষা হয়েছে ৫০ কোটি ৩ লক্ষ ৮৪০। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৬ কোটি ৬৪ লক্ষ মানুষ।