নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আসন্ন তৃতীয় ঢেউয়ের মাঝে স্বস্তি ফিরিয়ে ফের নিম্নমুখী জেলার করোনার গ্রাফ। সংক্রমন কমলেও জেলায় বেড়েছে করোনার সুস্থতার সংখ্যা। নদীয়া জেলা স্বাস্থ্যদফতরের দেওয়া সাম্প্রতিকতম প্রেস বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। যেখানে গতকাল সংখ্যাটা ছিল দ্বিগুন। এদিকে একদিনে জেলায় করোনার কবলে পরে মারা গেছেন ৩ জন। মৃতের সংখ্যাটাও গতকালের তুলনায় সামান্য বেশি। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৫ ।
করোনাকে যে ধীরে ধীরে বশে আনা যাচ্ছে তা সুস্থতার পরিসংখ্যানেই স্পষ্ট। নদীয়া জেলা স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে জেলায় সুস্থ হয়েছেন ১১ জন। যা কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ।
গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে চাকদহ ব্লকে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন। এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল
হরিনঘাটা মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০
নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ২
রানাঘাট মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০
শান্তিপুর ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১
দৈনিক সংক্রমণের পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে নদীয়া জেলার সক্রিয় রোগীর সংখ্যা ৫০৭ ।