Nadia Corona Update: আসন্ন তৃতীয় ঢেউয়ের মাঝে ঊর্ধমুখী জেলার দৈনিক করোনা সংক্রমন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। তারই মধ্যে ফের ঊর্ধমুখী জেলার করোনা সংক্রমন। গত ২৪ ঘন্টায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে দৈনিক করোনা গ্রাফ।  নদীয়া জেলা স্বাস্থ্যদফতরের দেওয়া সাম্প্রতিকতম প্রেস বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। যেখানে গতকাল সংখ্যাটা ছিল ৮। এদিকে একদিনে জেলায় করোনার কবলে পরে মারা গেছেন ২ জন। সংক্রমন বাড়লেও অবশ্য গতকালের তুলনায় কমেছে মৃতের সংখ্যা। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ ।

সংক্রমন বাড়লেও গতকালের তুলনায় অনেকটাই কম সুস্থতার সংখ্যা।  নদীয়া জেলা  স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে জেলায় সুস্থ হয়েছেন ৪ জন। যা গতকালের থেকে প্রায় তিন গুণ কম।

গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে হাঁসখালী ব্লকে। হাঁসখালী ব্লকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন। গতকাল যেখানে হাঁসখালী ব্লকে একজনও করোনা আক্রান্ত হননি।  এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল

চাকদহ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

হরিনঘাটা মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল-

কৃষ্ণনগর ১ নং ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

রানাঘাট ২ নং ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

শান্তিপুর ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল-২

শান্তিপুর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

তেহট্ট ১ নং ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

স্বস্তি ফিরিয়ে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরও কিছুটা কমে বর্তমানে নদীয়া জেলার  সক্রিয় রোগীর সংখ্যা ৫০৩ ।

Leave a Reply

Your email address will not be published.